জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মোংলায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
২৪ ঘন্টা খবর বিডি
স্টাফ রিপোর্টার

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মোংলা উপজেলা ও পৌর যুবলীগ।
সোমবার (৩০নভেম্বর) সন্ধ্যা ৬টায় মোংলা পৌর আওয়ামীলীগ এর দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি শহরের চৌধুরীর মোড় এসে শেষ হয়।মিছিল শেষে চৌধুরীর মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন,মোংলা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,পৌর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,পৌর যুবলীগের সভাপতি এস,এম,কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুন।
বক্তারা বলেন, একাত্তরের প্রেতাত্মা জামায়াত,শিবির আবারও দেশে সন্ত্রাস করতে চায়। ওরা ভাস্কর্য নিয়ে কথা বলে। জাতির পিতাতে নিয়ে প্রশ্ন তুলে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক না। একাত্তরের ঘাতক, তারা পরাজিত শক্তি। তাদের প্রতিহতো করবে যুবলীগ।