বানারীপাড়ার ফ্যালকন ক্রিকেট দলকে বিদায় জানাচ্ছেন টিম ম্যানেজার মিন্টু
২৪ ঘন্টা খবর বিডি
স্টাফ রিপোর্টার

মো. সুজন মোল্লা,বানারীপাড়া
বরিশালের বানারীপাড়ার গর্ব ফ্যালকন ক্রিকেট টিম তাদের কোয়াটার ফাইনাল ম্যাচ খেলতে বরগুনা জেলার আমতলীর উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছে।
তারা ইতোমধ্যেই আমতলী উপজেলা ট্যাপট্যানিস ক্রিকেট চ্যাম্পিয়ন লীগের গ্রুপ পর্বের খেলায় সবকটি ম্যাচে বিজয়ী হয়েছে।
২৮ ডিসেস্বর সকাল ১০টায় ফ্যালকন ক্রিকেট দল আমতলী সরকারী কলেজ মাঠে তাদের কোয়াটার ফাইনাল ম্যচে পিরোজপুরের বিরুদ্ধে মাঠে নামবে।
এজন্য রবিবার ২৭ ডিসেম্বর বিকেলে তারা বরগুনার আমতলীর উদ্দেশে বানারীপাড়া থেকে শুভযাত্রা করেছেন। এ সময় ফ্যালকন ক্রিকেট দলের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল হক মিন্টু উপস্থিত ছিলেন। তিনি বলেন কোয়াটার ফাইনাল ম্যাচ বিজয়ী হতে পারলে দলকে আবারও নতুন জার্সি ও চ্যাম্পিয়ন হতে পারলে বানারীপাড়ায় তাদের ক্লাব করে দেয়া হবে।
ফ্যালকন ক্রিকেট দলের অধিনায়ক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে টিম তাদের সেরা খেলাটা উপহার দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের প্রধান নির্বাচক কেএম শফিকুল আলম জুয়েল ও সহকারী নির্বাচক সুমন সিদ্দিকী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসব্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাওন ও সমাজ সেবক নাঈম মোল্লা প্রমূখ।