জিজিই প্রকল্পের মাধ্যমে ডিডিএস স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ।
২৪ ঘন্টা খবর বিডি
স্টাফ রিপোর্টার

মোহাম্মদ ইউসুফ আলী। বরিশাল বুরো প্রধান।
বরগুনার তালতলী উপজেলায় আজ সকাল দশটায় বেসরকারি সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর উদ্যোগে জিজিই প্রকল্পের আওতায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (ডিডিএস) নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের হতদরিদ্র ও প্রান্তিক ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আরডিএফ’র কর্মী ও ডিডিএস স্কুলের শিক্ষকদের মাধ্যমে যাচাই বাছাই করে এ তালিকা চুড়ান্ত করে উপকরণ প্রদাণ করা হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৪৬ জন ছাত্রীকে এ উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্হিত ছিলেন ডিডিএস স্কুলের এসএমসি সভাপতি জনাব ইউসূফ আলী, শিক্ষকদের মধ্যে মুকুল চন্দ্র ও মোঃ আবু বকর, আরডিএফ প্রতিনিধিদের মধ্য উপস্থিত ছিলেন মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার মোঃ রিয়াজ টেকনিক্যাল অফিসার(শিক্ষা) মেরিনা আক্তার ও ফিল্ড ফ্যাসিলিটিটেটর মোসাঃ তানিয়া আক্তার। উল্লেখ্য যে জিজিই প্রকল্প প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় তালতলী উপজেলার ছয়টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।