বানারীপাড়ার সাংবাদিক পলাশ ম্যাটাডোর কোম্পানির জাতীয় পর্যায়ে প্রথম হয়েছেন
২৪ ঘন্টা খবর বিডি
স্টাফ রিপোর্টার

মো. সুজন মোল্লা,বানারীপাড়া
বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের অন্যতম সদস্য সৈয়দ নুরুজ্জমান পলাশ তারকর্মস্থল থেকে জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন। পলাশ সাংবাদিকতা করার পাশাপাশি বাংলাদেশর অন্যতম বেসরকারি কোম্পানি ম্যাটাডোর গ্রুপের বানারীপাড়া উপজেলার এসও পদে কর্মরত। ব্যক্তিগত জীবনে সদালাপী পলাশ তার কর্ম দক্ষতায় দেশের মধ্যে বানারীপাড়াকে এক উচ্চস্থানে নিয়ে যান। যারফলে ২০২০ সালের কোম্পানির বাৎসরিক কনফারেন্স ম্যাটাডোর সেলস অফিসার হিসেবে জাতীয় পর্যায়ে ১ম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন সাংবাদিক পলাশ। এ উপলক্ষে কোম্পানির তরফ থেকে তাকে গত ১ জানুয়ারি শুক্রবার বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবে আয়োজিত কনফারেন্সে তার হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল কনফারেন্সে ঢাকায় বসে পুরস্কৃতদের নাম ঘোষণা করেন ম্যাটাডোর কোম্পানির চেয়ারম্যান মো. সাগিরুল আলম। পরে বরিশাল থেকে কোম্পানির বৃহত্তর বরিশালের রিজিওনাল অফিসার (আরএসএম) মো. হাফিজুর রহমান পলাশের হাতে জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশালের টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) মো. হাসান তারেক সহ বিভিন্ন টিএসএম,টিএসও,এসও এবং এসআর বৃন্দরা উপস্থিত ছিলেন। তার এ অর্জনে বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, নির্বাহী পরিষদের সদস্য এসএম গোলাম মাহমুদ রিপন, সাইদুল ইসলাম সহ-সভাপতি কাওসার হোসেন, কেএম শফিকুল আলম জুয়েল, জাকির হোসেন, ইলিয়াস শেখ, মামুন আহমেদ, সাইফুর রহমান রাসেল, জাহিন খালাসী, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত, সজল চৌধুরী, ফয়েজ আহম্মেদ শাওন, সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক, শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ অভিনন্দন জানিয়েছেন।