সহকর্মীর মৃত্যুতে নেত্রকোণা জেলা পুলিশ গভীরভাবে শোকাহত
২৪ ঘন্টা খবর বিডি
স্টাফ রিপোর্টার

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
সহকর্মীর মৃত্যুতে নেত্রকোণা জেলা পুলিশ শোকবর্তা প্রকাশ করেছে।
নেত্রকোণা জেলা পুলিশ লাইন্সে কর্মরত নায়েক কে এম কামরুজ্জামান , জেলা ট্রেজারি গার্ডে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় গত ০৩ জুন ২০২০ খ্রি. রাত ৪ :০০ ঘটিকায় প্রতিদিনের ন্যায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যাথা অনুভব ও অসুস্থতা বোধ করেন। তাৎক্ষনিকভাবে গার্ডের এএসআই(স:) মোঃ সায়েম হাসান একজন কনস্টেবল এর মাধ্যমে তাকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যান।
কর্তব্যরত ডাক্তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেন।
চিকিৎসারত অবস্থায় অদ্য সকাল ১০: ৩০ ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জনসেবার মহানব্রতে নিয়োজিত থেকে জীবন উৎসর্গকারী এ পুলিশ সদস্যের মরদেহ নেত্রকোণা যথাযোগ্য মর্যাদায় পরিবারের নিকট প্রেরণ করা হয়েছে।
মৃতের প্রাপ্য সকল সুযোগ সুবিধার দ্রুত প্রাপ্তি নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ জানায় নেত্রকোণা জেলা পুলিশ।
গত ০৬ জুন কোভিড পরীক্ষা করার পর রিপোর্ট নিগেটিভ এসেছিল উনার ৷ তবুও হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে কোভিড-১৯ এর কফ ও সামান্য শ্বাসকষ্টের সিম্পটম থাকায় স্যম্পল পরীক্ষায় পাঠানো হয়েছে ও কোভিড আক্রান্ত ব্যক্তির মৃতদেহর মত স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ধর্মীয় রীতি অনুসরণ করে পুলিশ লাইন্সে ১ম নামাজে জানাজা আদায় করে নিজ বাড়ি ভালুকার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয়েছে৷